Narada Case Hearing: 'মামলা স্থানান্তরের জন্য CBI-এর ইমেল কীভাবে গ্রাহ্য?' হাইকোর্টে প্রশ্ন তুললেন অভিষেক মনু সিঙ্ঘভি

Continues below advertisement

আজ হাইকোর্টে নারদ মামলার (Narada Case) শুনানি। হেভিওয়েটদের তরফে ভার্চুয়ালভাবে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)।  তিনি বিচারপতিদের জানান, মামলা স্থানান্তর করতে গেলে আবেদনের সঙ্গে হলফনামা জমা দিতে হয়। সিবিআই-এর (CBI) ইমেল-কে মামলা স্থানান্তরের জন্য কীভাবে গ্রাহ্য করা হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সিঙ্ঘভি আরও বলেন, এই পদ্ধতিতে যদি মামলাকারীরা আদালতে আসা শুরু করেন, তাহলে একটি নেতিবাচক প্রভাব পড়বে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram