ABP News

Narada Case Hearing: 'অন্তর্বর্তী জামিন মানেই জামিনের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি', নিম্ন আদালতের রায় প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন

Continues below advertisement

'নারদকাণ্ডে চার হেভিওয়েটকে গ্রেফতারির সময় ওয়ারেন্ট জারি হয়েছিল?' নারদ মামলায় (Narada Case) প্রশ্ন সলিসিটর জেনারেলকে। 'ওয়ারেন্ট ছাড়াই অধিকার বলে গ্রেফতার। গ্রেফতার করেন তদন্তকারী অফিসার', বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়কে জানালেন সলিসিটর জেনারেল। '৪ জনকে নিম্ন আদালতের বিচারক অন্তর্বর্তী জামিন দিয়েছেন, তার মানে জামিনের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে নিম্ন আদালত। নিম্ন আদালতেই পরবর্তী শুনানি হওয়ার কথা', নারদ মামলায় মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram