Narada Case: CBI-ED-কর্তাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগের দৃঢ়ভাবে বিরোধিতা করবে BJP : শুভেন্দু | Bangla News
সিবিআইয়ের (CBI) ডেপুটি ডিরেক্টরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ। সত্যেন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে এই অভিযোগ। ইডি-র (ED) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন তাপস রায়। বিধানসভার অধ্যক্ষের চেয়ারের প্রতি অবমাননার অভিযোগ এনেছেন তিনি। বিধানসভার মর্যাদাহানির অভিযোগ। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত হয়েছে। বিধানসভার প্রস্তাব গেল প্রিভিলেজ কমিটিতে। এরপর প্রিভিলেজ কমিটি এটি তদন্ত করে দেখবে। অধ্যক্ষের (Speaker) অনুমতি ছাড়াই নারদ মামলায় চার্জশিট দিয়ে ফিরহাদদের গ্রেফতার। লোকসভার ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষের থেকে অনুমতি না নেওয়ার অভিযোগ। এপ্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "আমি এত তাড়াতাড়ি এব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু সিবিআই, ইডি - এরা সাংবিধানিক সংগঠন। এদেরকে কিছু করা যায় না। বিজেপি বিধায়করা প্রিভিলেজ কমিটিতে দৃঢ়ভাবে বিরোধিতা করবে।"