Narendra Modi: তেলের দাম না কমানোয় সমালোচনা, প্রধানমন্ত্রীকে 'প্রতিহিংসাপরায়ণ' বললেন তৃণমূল সাংসদ।Bangla News
আজ ভিডিও কনফারেন্সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর উপস্থিতিতেই পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট না কমানোর জন্য বাংলাকে কটাক্ষ করেন মোদি। মুখ্যমন্ত্রীর সামনেই পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমানোয় বাংলার সমালোচনা করোন প্রধানমন্ত্রী । বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করেন তিনি। বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন বলেন, একটি সরকারি অনুষ্ঠানে ক্রমাগত রাজনৈতিক কথা বলে গেলেন প্রধানমন্ত্রী, অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি তিনি কতটা প্রতিহিংসাপরায়ণ মনোভাব রাখেন তা আজ প্রমাণ হয়ে গেছে।