Netaji Statue: ইন্ডিয়া গেটে নিষ্প্রদীপ নেতাজির মূর্তি, কারণ হিসেবে কী জানাল কেন্দ্র? | Bangla News

দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) নিষ্প্রদীপ নেতাজির মূর্তি। প্রতিবাদে সরব তৃণমূল (TMC)। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রককে (Ministry of Culture) উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের (ANI) দাবি, খারাপ আবহাওয়ার কারণেই হলোগ্রাম প্রোজেক্টর বন্ধ করতে হয়েছিল। পরে ফের তা চালু করা হয়। যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়ানো যায়নি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola