NHRC Report: “জাতীয় মানবাধিকার কমিশন না বিজেপি নেতৃত্বের কমিশন?”, সরব শেখ সুফিয়ান
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টে পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। 'কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, শেখ সুফিয়ান থেকে পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহা, খোকন দাস মতো রাজ্যের মন্ত্রী, বিধায়ক-সহ একাধিক তৃণমূল নেতার নাম। নিজের নাম থাকা প্রসঙ্গে তৃণমূল নেতা শেখ সুফিয়ান (Sheikh Sufian) বলেন, “আমার নামে থানায় কোনও ডায়রি নেই। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাকে খুন করল বিজেপি। জাতীয় মানবাধিকার কমিশন তো বিজেপির নির্দেশেই এসেছে। শুভেন্দু অধিকারীর নির্দেশেই তো জাতীয় মানবাধিকার কমিশনের বাড়ি বাড়ি খোঁজ নিয়ে এই রিপোর্ট দেওয়া করিয়েছে। আমার নামে যদি থানায় ডায়রি না থাকে, তাহলে আমি কুখ্যাত হলাম কী করে? এটা জাতীয় মানবাধিকার কমিশন না বিজেপি নেতৃত্বের কমিশন?”