NHRC Report: ‘বিজেপির দালাল’, জাতীয় মানবাধিকার কমিশনকে ভর্ৎসনা শওকত মোল্লার

Continues below advertisement

জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় নিজের নাম থাকা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) বলেন, “আজকের এই তালিকা দেখে মনে হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন থেকে যারা এসেছিলেন, তাঁরা বিজেপির দালাল। বিজেপির দালাল না হলে এধরনের রিপোর্ট পেশ করতে পারত না। আমার নামে এখনও পর্যন্ত কোনও মামলা নেই, দক্ষিণ ২৪ পরগনায় তেমন হিংসার কোনও ঘটনাও ঘটেনি। তারপরেও আমার নাম কীভাবে তালিকায় এল, তা দেখে আমার আশ্চর্য লাগছে। আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হারটি কেন্দ্রের বিজেপি সরকার মেনে নিতে পারেনি। তাই পরিকল্পিতভাবে জাতীয় মানবাধিকার কমিশনের নাম করে এই ঘটনা ঘটাচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা করছি। দলের সঙ্গে কথা বলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করব।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram