Satabdi Roy To Meet Amit Shah ?: 'সম্মান নিয়ে তৃণমূলে কেউ থাকতে পারছেন না', শতাব্দী প্রসঙ্গে কটাক্ষ জয়প্রকাশের
Continues below advertisement
‘দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে শুক্রবার বলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি দলের ভিতরে কাজ করতে না পারারও অভিযোগ তুলেছেন। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'এঁরা ঠেলে সবাইকে নীচে নামাতে চান, নয় কোণঠাসা করতে চান। যার জন্যই তৃণমূলের এই অবস্থা। সম্মান নিয়ে যারা থাকতে চান তাঁরা তৃণমূলে থাকতে পারছেন না। শুধুই চোর, গুণ্ডা, তোলাবাজরা তৃণমূলের সম্পদ।'
Continues below advertisement
Tags :
Bengal Election Jay Prakash Majumdar Shatabdi Roy ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021 Amit Shah