অর্জুন সিংহের গাড়ি লক্ষ্য করে ‘ইট-বোমা’, অভিযুক্ত তৃণমূল, পাল্টা অভিযোগ শাসক দলের
আস্থা ভোট যতই এগিয়ে আসছে, ততই চড়ছে ভাটপাড়ার রাজনৈতিক উত্তাপ। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় বারুইপাড়ার কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকী তাঁর গাড়ির পাশে একটি বোমাও ছোড়া হয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নামলে, কয়েকজন তৃণমূলকর্মী পালাতে শুরু করেন। সেই সময় পড়ে গিয়ে জখম হয় তৃণমূল কর্মী গণেশ সিংহ। যদিও, তৃণমূলের দাবি, শুক্রবার গণেশ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি কর্মীরাই তাঁকে মারধর করেছে। গুরুতর জখম অবস্থায় গণেশকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে ভাটপাড়া থানার পুলিশ