Notice to Sovan: 'রত্না যে বাড়িতে বাস করছেন সেটি আমার', ফ্ল্যাট খালি করতে শ্যালকের আইনি নোটিসের পাল্টা শোভন

Continues below advertisement

শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) উচ্ছেদ নোটিস পাঠালেন শ্যালক শুভাশিস দাস। সূত্রের খবর, নোটিসে বলা হয়েছে সাতদিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করে দিতে হবে। এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘গোলপার্কের ফ্ল্যাটটিতে আমি বেআইনিভাবে বসবাস করিনি। ফ্ল্যাট খালি করার এই আইনি নোটিসের কোনও বৈধতা নেই। আমার কাছে এগ্রিমেন্টের বৈধ কাগজপত্র আছে। যেখানে পেশ করতে হবে আমি পেশ করে দেব। অন্যদিকে রত্না যে বাড়িতে বাস করছেন সেটি আমার।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram