Panihati Murder: ৭দিনের মধ্যে ফের পানিহাটিতে খুন! ২ ঘণ্টার মধ্যেই ২জনকে গ্রেফতার । Bangla News

Continues below advertisement

তৃণমূল কাউন্সিলর খুনের ৭দিনের মধ্যে ফের পানিহাটিতে খুন! এবার পানিহাটির ৭নম্বর ওয়ার্ডে পিটিয়ে খুন, দেহে ভোজালির কোপ। গত রবিবার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে খুন হন তৃণমূল কাউন্সিলর। পানিহাটির আগরপাড়ায় মহম্মদ আরমান নামে একজনকে পিটিয়ে খুন। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান, দাবি পরিবার সূত্রে। বিকেল ৫টা নাগাদ মহম্মদ আরমানের রক্তাক্ত মৃতদেহ উইদ্ধার হয়। সেই দেহ উদ্ধারের পর মনয়নাতদন্তে পাঠানো হয়েছে। ২ ঘণ্টার মধ্যে ২ জনকে গ্রেফতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram