Pegasus Probe: রাজ্যের পেগাসাস তদন্তে রাহুল-অভিষেক; ২১ জনের মধ্যে ৫ জনের বয়ান কমিশনের কাছে| Bangla News

Continues below advertisement

পেগাসাস তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের তরফে ২১ জনকে তলব করা হয়েছে। কমিশন সূত্রে খবর, ২১ জনের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রাকেশ আস্থানা, রাজ্যের একজন প্রাক্তন আইএএস। ইতিমধ্যেই এই ২১ জনের মধ্যে ৫ জন তাঁদের বয়ান রেকর্ড করে কমিশনের কাছে পাঠিয়েছেন বলে কমিশন সূত্রে খবর। যাঁরা কমিশনের নোটিসে সাড়া দেননি, তাঁদের দ্বিতীয়বার নোটিস পাঠানো হবে।  

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত হয় কমিশন।  কমিশনের তরফে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্রেট ব্রিটেনের অফিসে চিঠি পাঠানো হয়েছে।   >>

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram