Pegasus Spyware Controversy: 'কর্ণাটকে সরকার ফেলতেও পেগাসাস ব্যবহার বিজেপির', আক্রমণে মমতা

Continues below advertisement

করোনা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলেছে পেগাসাস স্পাইওয়্যার। রাজনৈতিক স্বার্থে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফোন হ্যাকের মারাত্মক অভিযোগে মোদি (Narendra Modi) সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে ২১-এর মঞ্চে পেগাসাস ইস্যুতে মারাত্মক অভিযোগ তুললেন নেত্রী। স্পাইওয়্যার পেগাসাস কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপও দাবি করেন তৃণমূল নেত্রী। স্পাইওয়্যার বিতর্ক শুরুর পর কংগ্রেস প্রশ্ন তোলে, কর্ণাটকে কংগ্রেস-জেডিএস-এর জোট সরকারকে ফেলে দিতেই কি পেগাসাস ব্যবহার করা হয়েছিল? এদিন সেই বিষয়টি টেনে বিজেপিকে নিশানা করেন মমতা। পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের আঁচে বাদল অধিবেশনের প্রথম দু'দিনই উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও এই ইস্যুতে আন্দোলনে নেমেছে। সব মিলিয়ে আগামীদিনে পেগাসাস বিতর্কে জাতীয় রাজনীতির পারদ চড়ছে ক্রমশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram