Petrol Diesel Price: 'উপনির্বাচনের ফলাফলের জন্য ড্যামেজ কন্ট্রোল', জ্বালানির দাম কমানোর প্রসঙ্গে অধীর। Bangla News

Continues below advertisement

দীপাবলির মধ্যে কিছুটা স্বস্তির খবর। কাল থেকে কমছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর। ‘গ্রাহকদের স্বার্থে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাক রাজ্য। রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রীয় সরকারের। রবি মরশুমে কৃষকদের সুবিধার্থেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'বিশ্বের বাজারে তেলের দাম নিশ্চয় বেড়েছ, তার মানে এই নয় সেই দাম দেশের মানুষের ঘাড়ে চাপাব। ভারত বর্ষের সরকারের যুক্তি ছিল বিশ্বের বাজারে তেলের দাম যা বাড়ছে, এক্সাইজ ডিউটি বসিয়ে, তা বাড়িয়ে নেব। যখন বিশ্ব বাজারে তেলের দাম কমেছিল, তখনও সমানভাবে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দাম একই রেখেছিল। উপনির্বাচনের ফলাফলে এই সিদ্ধান্ত। মোদি তৎক্ষণাৎ বুঝেছে, বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ চলে যাচ্ছে। ফলে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। রাজ্য সরকারকেও বলব, আপনারাও একটু দাম কমান।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram