Petrol Diesel Price: 'দাম কমল না, দাম বাড়ানোর পরিমাণ কমল', ভোটের ফলের জন্যই জ্বালানির দাম কমল বলে মত সুজনের। Bangla News

Continues below advertisement

কাল থেকে কমছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর। ‘গ্রাহকদের স্বার্থে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাক রাজ্য। রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রীয় সরকারের। রবি মরশুমে কৃষকদের সুবিধার্থেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এপ্রসঙ্গে বলেন,'এটাতে কেউ মনে করতে পারেন দাম কমিয়েছে, আমি বলব দাম কমাল না। দাম বাড়িয়েছিল, দাম বাড়ানোর পরিমাণ কমল। এখন কেন কমানো হল? অনেক দিন থেকে বলা হচ্ছে। এই সরকার আসার পর ভয়ঙ্কর দাম বেশি নিচ্ছে। এই দাম কমায় খানিকটা সুরাহা হল। কিন্তু বাকি দাম ছাড়বে কবে? ভোটের হাল খারাপ হওয়াতেই কমাচ্ছে। মানুষের কথা ভেবে নয়।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram