Petrol Price Hike: পেট্রোপণ্য জিএসটির আওতায় থাকলে পরিস্থিতির পরিবর্তন হত: শমীক
Continues below advertisement
কলকাতায় (Kolkata) আরও দামী হল পেট্রোল (Petrol)। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০২ টাকা ৮ পয়সা। তবে এ যাত্রা ডিজেলের (Diesel) দাম বাড়েনি। লিটারপ্রতি ৯৩ টাকা ২ পয়সাই আছে ডিজেলের দাম। ৪ মে থেকে ৪১ বার পেট্রোল ও ৩৭ বার ডিজেলের দাম বেড়েছে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘সাধারণ মানুষের উপর বোঝা চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। পরিবহণমন্ত্রী হিসাবে আমার উপরও বোঝা চাপছে।’ তাঁর পালটা জবাব দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘পেট্রোলের দামবৃদ্ধি নিয়ে সারা দেশের মানুষ অস্বস্তিতে আছে। বিজেপির পক্ষ থেকে আমরাও চিন্তিত। জিএসটির আওতায় চলে এলে পরিস্থিতি অনেক পরিবর্তন হত।’
Continues below advertisement
Tags :
BJP ABP Ananda GST ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Bengal Politics Petrol Price Hike Samik Bhattacharya 17 July News Bengali News