PM Modi: মতুয়া মেলায় ভার্চুয়ালি ভাষণ প্রধানমন্ত্রীর, কী বললেন বিশিষ্টরা ? । Bangla News
মতুয়া মেলায় ভার্চুয়ালি ভাষণ প্রধানমন্ত্রীর। হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরনগরে মতুয়া মেলা। মতুয়া মেলায় উদ্বোধনে ভার্চুয়ালি ভাষণ প্রধানমন্ত্রীর। তিনি বলেন, "গতবারে ওড়াকান্দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ঠাকুরবাড়ি সবসময় আমাকে আপন করে নিয়েছে। স্বার্থের জন্য মানুষকে খুন করা হচ্ছে, সমাজকে ভাগ করার চেষ্টা চলছে। সমাজের এই অবস্থায় ঠাকুরের দর্শন খুবই গুরুত্বপূর্ণ। সরকার সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। কেন্দ্রের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারকে উৎসাহিত করা হচ্ছে। আমাদের সংবিধান আমাদের অনেক কিছু অধিকার দিয়েছে। আমাদের সংবিধান আমাদের অনেক কিছু অধিকার দিয়েছে। সিস্টেম থেকে দুর্নীতি হঠাতে আমাদের সজাগ থাকতে হবে। কোথাও কেউ অত্যাচারিত হলে । রাজনৈতিক বিরোধের কারণে ভয় দেখালে, তা অন্যের অধিকারে হস্তক্ষেপ। হিংসা, অরাজকতার মানসিকতা। মতুয়া সমাজ নিজেদের কর্তব্যে সবসময় সজাগ থেকেছে। এ বিষয় কী বললেন রাজনৈতিক বিশেষজ্ঞরা?"