Prashant Kishor Meets Rahul-Priyanka: ফের ভোট-কৌশলীর কাজে! দিল্লিতে রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

Continues below advertisement
দিল্লিতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে রাহুল-প্রিয়ঙ্কার বৈঠক। পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে পিকের সঙ্গে রাহুলের বৈঠক। রাহুলের বাড়িতেই পিকের সঙ্গে বৈঠকে প্রিয়ঙ্কা, কেসি বেনুগোপাল। রাহুল-প্রিয়ঙ্কা-পিকের বৈঠকে পঞ্জাবে কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। ২ মে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের পরেই প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, তিনি আর রাজনৈতিক কৌশলীর কাজ করবেন না। ইতিমধ্যেই পঞ্জাবে কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচনের কারণে সেখানে কংগ্রেসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়েছে। সেই জন্যই প্রসঙ্গত কিশোরের সঙ্গে বৈঠকে রাহুল গাঁধী (Rahul Gandhji)। প্রসঙ্গত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের পরামর্শদাতা পদে রয়েছেন প্রশান্ত কিশোর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram