Suvendu Adhikari on Mukul Roy: মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে প্রক্রিয়া সম্পূর্ণ, জানালেন শুভেন্দু

Continues below advertisement

মুকুল রায় পুরানো দল তৃণমূলে ফিরে গিয়েছেন। তারপরই বিধায়ক পদ না ছাড়লে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর আসনের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মুকুল রায়। বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরলেও এখনও বিধায়ক পদে ইস্তফা দেননি মুকুল।  এদিন শুভেন্দু বলেছেন, ‘মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সব প্রক্রিয়া শেষ। আজ বিধানসভার রিসিভ সেকশন বন্ধ ছিল।  কাল সকাল এগারোটায় ফের বিধানসভায় যাওয়া হবে। কালও রিসিভ সেকশন বন্ধ থাকলে অধ্যক্ষকে ইমেল পাঠানো হবে।’ এই প্রসঙ্গে শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ, এ ব্যাপারে শুভেন্দুর আগে উচিত তাঁর বাবা শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইনের পাঠ দেওয়া। উল্লেখ্য, মুকুল রায় তাঁর ইস্তফা দানের বিষয়টি সিদ্ধান্ত দল নেবে বলে জানিয়েছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram