সংঘাতে ইতি, ফের একসঙ্গে বৈঠকে সচিন পাইলট-অশোক গহলৌত
Continues below advertisement
সংঘাতে আপাতত ইতি। ফের একসঙ্গে বৈঠকে সচিন পাইলট, অশোক গহলৌত। জয়পুরে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে যোগ দিল দু’পক্ষই। রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস দাবি করে সংকট কেটে গেছে। গতকালই জয়পুরে ফেরেন সচিন। তিক্ততা ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দেন গহলৌতও। কিন্তু ফের পুরনো পদ সচিন ফিরে পাবেন কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali Live Sachin Pilot ABP Ananda LIVE Abp Ananda Rajasthan Ashok Gehlot Congress