Rajib Banerjee: ' মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মা নন, ভারতবর্ষের মা', তৃণমূলে ফিরে রাজীবের মুখে 'দেবী'-বন্দনা। Bangla News
Continues below advertisement
তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলায় অভিষেকের সভায় প্রত্যাবর্তন। ৯ মাসের মাথায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন রাজীব। বলেন,"আমিও আজ থেকে ত্রিপুরায় নেই। আমার প্রচুর আত্মীয় ত্রিপুরায়, আমার প্রচুর বন্ধুরা ত্রিপুরায় আছে। আমি যখন ডবল ইঞ্জিন সরকারের প্রচার করতাম, তখন ত্রিপুরার বন্ধুরা ফোন করে বলে, ভুল করছো। এখানেও ডাবল ইঞ্জিন বলা হয়েছিল,সিঙ্গল ইঞ্জিনও চলে না। ডাবল ইঞ্জিন সরকার একটাও কথা রাখেনি। আমি বলে নিজে বিপদে পড়েছিলাম। আমি ভেবেছিলাম, দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী এসব ভোটের জন্য। আজ প্রমাণিত হয়েছে আমি ভুল ছিলাম। এত কোনও সরকার এত প্রকল্প করতে পারেনি। এখন তৃণমূলের ভয়ে কাঁপছে বিজেপি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু বাংলার মা নন, ভারতবর্ষের মা। তিনি দেবীরূপে প্রতিষ্ঠিত হয়েছেন।"
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee ABP Ananda Tripura Agartala ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Rajib Banerjee Khabar Bangla Rajib Banerjee Returns To TMC