Ratan Tata: RSS-এর হাসপাতাল কি শুধু হিন্দুদের জন্য? গডকরিকে প্রশ্ন শিল্পপতির, পাল্টা জবাব মন্ত্রীর ।Bangla News
Continues below advertisement
RSS-এর হাসপাতাল কি শুধু হিন্দুদের জন্য? একবার তাঁকে এই প্রশ্ন করেছিলেন রতন টাটা। উত্তরে শিল্পপতিকে তিনি বলেছিলেন- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ধর্মের ভিত্তিতে বৈষম্য করে না। আজ পুণের সিংহগড়ে একটি দাতব্য হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। এই খবর দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। অনুষ্ঠানে গডকড়ির দাবি, অওরঙ্গাবাদে প্রয়াত আরএসএস প্রধান কেবি হেডগেওয়ারের নামে একটি হাসপাতাল তৈরি হয়। রতন টাটাকে দিয়ে হাসপাতালের উদ্বোধন করতে চেয়ে তাঁর সাহায্য চান আরএসএসের এক কর্মকর্তা। তারপর তিনি টাটার সঙ্গে যোগাযোগ করেন। গডকড়ির দাবি, উদ্বোধন করার জন্য হাসপাতালে পৌঁছনোর পরই ওই প্রশ্ন করেছিলেন রতন টাটা
Continues below advertisement
Tags :
Nitin Gadkari RSS ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tata Sons Ratan Tata এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ