Ratna Chatterjee: 'তৃণমূলে জয়েন করলে আমার কোনও আপত্তি নেই', জানালেন রত্না | Bangla News
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়েছেন শোভন-বৈশাখী। এ প্রসঙ্গে এদিন রত্না চট্টোপাধ্যায় বলেন, "অভিমান কেন হয়েছিল, তা শোভন চট্টোপাধ্যায়ই জানেন। দিদি বাইকে বকছে, এরকম ভাবেই যেন এটা দেখেন। বিজেপিতে যাওয়ার সিদ্ধান্তটা নিশ্চই মমতাকে জিজ্ঞেস করে নেয়নি নিশ্চই। তৃণমূলে জয়েন করলে আমার কোনও আপত্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন, ওরাই তো বলেছিল, একমঞ্চ শেয়ার করবে না, আমার কোনও আপত্তি নেই।কাগজকে যদি ঘূর্নির মধ্যে ফেলে দেওয়া হয় দেখবেন, শোভন চট্টোপাধ্যায়ের জীবনটাও ঘূর্ণির মতো।"
Tags :
Mamata Banerjee TMC BJP Nabanna ABP Ananda Sovan Chatterjee ABP Live Sukanta Majumdar Baishakhi Banerjee Mamata Banerjee