West Bengal Elections 2021: বর্ধমানে কার্যালয়ে হামলায় যুক্ত সন্দেহে আরএসএসের শাখা সংগঠনের নেতাকে মারধর বিজেপি কর্মীদের
Continues below advertisement
পূর্ব বর্ধমানে আরও অস্বস্তিতে বিজেপি। বৃহস্পতিবার দলের আদি ও নব্যের লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমানের ঘোড়দৌড়চটি। সেই ঘটনায় জড়িত সন্দেহে আরএসএসের শাখা সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তাঁর ওপরে চড়াও হন কয়েকজন বিজেপি কর্মী। স্টেশনের কাছে বিজেপির পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়। এই মুহূর্তে বর্ধমানের মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন তিনি।
Continues below advertisement
Tags :
Bengal Election East Burdwan ABP Ananda LIVE RSS Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021