Saayoni Ghosh: 'ত্রিপুরায় যখন এসেছি, চোখে চোখ রেখে লড়াই করব', বললেন সায়নী ঘোষ । Bangla News

Continues below advertisement

পুরভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। আগরতলায় পোলো টাওয়ার হোটেলে হানা দিল পুলিশ। তৃণমূলের (TMC) দাবি, মহিলা পুলিশ এসে সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নিয়ে যেতে চায়। বাধা দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সায়নীকে থানায় নিয়ে যাওয়ার নোটিস কোথায়? জানতে চান কুণাল। এই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার। সায়নীর বিরুদ্ধে অভিযোগ, গতকাল তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্যক্ত করেন। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি সায়নীর।

এ বিষয় সায়নী ঘোষ বলেন, এটা গতকাল রাত থেকে চলছে। রাত সাড়ে ১২টা থেকে পুলিশ আসছে। হয়রানি করার চেষ্টা করছে। যারা গ্রেফতার করতে আসছে তাদের কাছে কোনও যথোপযুক্ত নোটিশ নেই। তারা বলছেন, আমাদের সঙ্গে চলুন, কথা বলব। আমরা যখন ত্রিপুরাতে এসেছি, তখন চোখে চোখ রেখে লড়াই করব। আমরা যাচ্ছি। দেখি ওঁনারা কী কথা বলেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram