ICSE-ISC Result : ICSE- তে দেশের মধ্যে প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায় | ABP Ananda LIVE
ICSE-ISC Result : আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ। আইসিএসইতে দেশে প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায়। আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।