Samik Bhattacharya PC: '১০ বছরের মধ্যে কোনও সিপি ইজরায়েল সফর করেছিলেন?' পেগাসাস-কাণ্ডে খোঁচা শমীকের
আজ সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "তৃণমূলের (TMC) কাছে আত্মসমর্পণ করেছে সিপিএম (CPM)। দিল্লি যাওয়ার আগে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর ঘোষণা কতটা বাস্তবসম্মত, ভবিষ্যতে স্পষ্ট হবে। ১০ বছরের মধ্যে কোনও সিপি ইজরায়েল সফর করেছিলেন? ১০ বছরের মধ্যে কেউ কি পেগাসাসকে বাংলায় নিয়ে এসেছিলেন?"
অন্য়দিকে, ২০১৭-র অগাস্টে মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা দিতে গঠিত হয় পঞ্চায়েত কমিটি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দেয় ৬ সদস্যের কমিটি। অভিযোগ, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে, টাকা দেওয়া হয় অন্যদের। পরে বিডিও চিঠি লিখে বলেন, দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে, স্বীকার করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও। কোনও পদক্ষেপ নিয়েছেন কি, যাতে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়? ২ বছর চুপ করে বসেছিলেন!, ঘুমোচ্ছিলেন? কেন পদক্ষেপ গ্রহণ করেননি? প্রশ্ন রাজেশ বিন্দলের। "বন্যার টাকায় দুর্নীতি, তাও চুপ করে রাজ্য? এতদিন ঘুমোচ্ছিলেন?" প্রশ্ন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।