Saumitra Khan: 'মানুষের উন্নয়ন-চাকরির জন্যই পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন', উত্তরবঙ্গ ইস্যুর মধ্যেই মন্তব্য সৌমিত্র খাঁর

Continues below advertisement

জন বার্লার পর এবার পৃথক রাজ্যের দাবি তুললেন আর এক বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এলাকার মানুষের উন্নয়ন ও চাকরির জন্যই পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে ১৮০৩-১৮৩২ পর্যন্ত যে পৃথক জঙ্গলমহল (Junglemahal) জেলা ছিল, সেটিকেই আলাদা রাজ্য করা হোক বলে দাবি সৌমিত্রর। তিনি বলেন, ‘বাংলার মানুষের উন্নয়নের জন্য আমরা পৃথক জঙ্গলমহল জেলার দাবি তুলতেই পারি। আমরা ভারতীয়। সেই হিসাবে কোনও নতুন রাজ্যের দাবি করাটা কোনও রাজ্যের বিরোধিতা করা নয়। দেশের নাগরিককে কেউ বহিরাগত বললে তার বিরুদ্ধে কোন কেস হয় না। কিন্তু জন বার্লার বিরুদ্ধে কেস করা হল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram