Shivsena on Congress: 'রাজনৈতিক প্রেক্ষাপটের যথার্থ অনুভব', শিবসেনার বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রদীপের| Bangla News
"কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ট শাসক শক্তিশালী হবে।" তৃণমূল নেত্রী মুম্বই থেকে ফেরার পরই শিবসেনা (Shiv Sena) মুখপত্র সামনায় উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুম্বই সফরে বিরোধী রাজনীতি সক্রিয় হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। "বাংলায় মমতা বাঘিনীর মতো লড়াই করে জয়ী হয়েছেন। তাঁর লড়াইকে দেশ কুর্নিশ জানিয়েছে। মমতা বাংলা থেকে কংগ্রেস, বাম, বিজেপিকে সাফ করে দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসের স্থান নেওয়ার চেষ্টা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে।" ইউপিএকে (UPA) আরও শক্তিশালী করার সওয়াল শিবসেনার।
এ নিয়ে কংগ্রেস (Congress) সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, "সামনা রাজনৈতিক প্রেক্ষাপট যথার্থভাবে অনুভব করতে পেরেছে। সেটার প্রতিফলন সংবাদপত্রে তুলে ধরেছে। সবে মাত্র মুম্বই থেকে ঘুরে এসেছেন তৃণমূলনেত্রী। মূল উদ্দেশ্য, বিজেপি বিরোধী শক্তিশালী জোট গঠন করতে হবে। ভিতরের উদ্দেশ্য হল কংগ্রেসকে বাদ দিয়ে করতে হবে। সেটা কোনও বিরোধী রাজনৈতিক দল রাজি নয়। আমাদের দল যখন মিটিং ডাকে, তখন তৃণমূল বাদ দিয়ে সব রাজনৈতিক দল উপস্থিত থাকে।"