SKOCH AWARD: 'যারা আবেদন করে তারা সবাই পুরষ্কার পায়', স্কচ পুরস্কার নিয়ে রাজ্যকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর | Bangla News

Continues below advertisement

স্কচ পুরস্কার (SKOCH AWARD) নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার ট্যুইট, 'সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি দফতর প্রেস্টিজিয়াস স্কচ পুরষ্কার পেয়েছে। এই সমস্ত পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। মনে হচ্ছে, যারা আবেদন করে তারা সবাই পুরষ্কার পায়। শুধু চূড়ান্ত পর্বে নিজেদের দেখানোর জন্য মোটা টাকায় স্টল কিনতে হবে। বড় পুরষ্কার পেতে বেশি খরচ। এভাবেই স্কিল ডেভেলপমেন্ট দফতর ১২ লক্ষ টাকা খরচ করে স্টল কিনে স্বর্ণ পদক জিতেছে। যারা ২ লক্ষ টাকায় স্টল কিনেছে, স্কচের মেধাতালিকা অনুযায়ী তারা রুপো পেয়েছে। এভাবে পুরষ্কার বিক্রি হলে পুরষ্কারপ্রাপকের সততা নিয়ে প্রশ্ন ওঠে', কাজের জন্য রাজ্য সরকারের কয়েকটি দফতর স্কচ পুরষ্কার পাওয়ায় ট্যুইটে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram