Mukul Roy Speculation: 'এই মীরজাফররা বাংলার ক্ষতি করবে', মত সৌমিত্রর, 'রাজনীতির উপরে মানুষ বীতশ্রদ্ধ হবে', মনে করেন শীলভদ্র

 

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তৃণমূলে (TMC) যোগ দিতে তৃণমূল ভবনে গেলেন মুকুল রায় (Mukul Roy)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করে আজই যোগ দেবেন মুকুল। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেন, 'বাংলায় স্বাধীনতার আগে মীরজাফর দেখেছিলাম। এরা রাজনীতির মীরজাফর। উনি রাজনৈতিক চাণক্য হলে নিজের ছেলেকে বীজপুর আসন থেকে জেতাতে পারতেন। এই মীরজাফররা বাংলার ক্ষতি করবে। তৃণমূল কংগ্রেস বাংলাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আবার প্রমাণিত হল।' বিজেপি নেতা শীলভদ্র দত্ত বলেন, 'এটা তাঁর নিজের ব্যাপার। তবে এগুলো বারবার করলে মানুষের রাজনীতির উপরে বিতৃষ্ণা আসবে।'

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola