BJP KMC Abhijaan: বিজেপির পুরসভা অভিযানে গরহাজির শুভেন্দু-সৌমিত্র

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির (BJP) পুরসভা অভিযানে ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে দিল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল সহ গ্রেফতার ৫৮। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর জামিন। বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কাজের জন্য বাইরে, দাবি দিলীপের (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রাজ্যজুড়ে আন্দোলনের হুমকি। "হেরেও গাজোয়ারি", কটাক্ষ তৃণমূলের (TMC)।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, "জোরজবরদস্তি করে বিধায়কদের ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। নতুন সরকার এসেছে। দুই মাস হয়েছে সবে। আমরা চেয়েছিলাম সরকার ঠিক করে কাজ করুক। করোনা পরিস্থিতি সামলে এগিয়ে যাক। কিন্তু, দুই মাসেই এখানে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ৪৫ জন খুন হয়েছেন। এর উপর ভ্যাকসিন নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে। অগত্যা আমরা রাস্তায় নেমেছি। জাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে। টাকা নিয়ে ভ্যাকসিন বিক্রি করে দেওয়া হচ্ছে। কোনও ব্যবস্থা নেই। তাই মানুষের দাবিদাওয়া নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। শান্তিপূর্ণ আন্দোলন ছিল। কর্মসূচি শুরু হয়েছে কি হয়নি তার মধ্যেই ৫০ জন লোককে গ্রেফতার করে বাসে তুলে নিয়ে চলে গেল। মানুষ ওদের পক্ষে রায় দিয়েছেন। আমরা মেনেও নিয়েছি। সরকারকে কাজ করতে দিতে চেয়েছি। কিন্তু, সরকার প্রথম থেকেই চালাকি করছে। মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে। তার প্রতিবাদে রাস্তায় নেমেছি।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram