Soumitra Khan: আমি, চতুর শেয়াল ভাইপো বন্দ্যোপাধ্য়ায়ের পতন দেখতে চাই : সৌমিত্র খাঁ ।Bangla News

এর আগেও ‌যখন মুকুল রায় বা সুজাতা তৃণমূলে ‌যোগদান করেন তখন আমাকে নিশানা করা হয়েছিল। আমি আগেও বলেছি, ফের বলছি, 'চতুর শেয়াল' ভাইপো বন্দ্যোপাধ্যায়, ‌যে দিন তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেবেন, তখন তৃণমূল কংগ্রেস নিয়ে ভাববো। কারণ সমস্ত কিছুর নেপথ্যে আছেন উনিই। কারণ অর্জুন দা-র সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক মতাদর্শ এক নয়। আমি কোনওদিনই শেয়াল-এর কাছে বলি হবো না, কারণ আমি সেই শেয়ালের পতন দেখতে চাই। অর্জুন সিংহের অবস্থান বদল ও তৃণমূলে ‌যোগদান প্রসঙ্গে বললেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola