ফের জেএনইউ হস্টেলে ঢুকে পড়ুয়া নিগ্রহ, অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে
হামলাকাণ্ডে গ্রেফতারির আগে ফের জেএনইউ হস্টেলে ঢুকে পড়ুয়া নিগ্রহ। অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের নাম রাঘিব ইকরাম। রাঘিব পার্শিয়ান ভাষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, গতকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ, নর্মদা হস্টেলে ঢুকে রাঘিবকে মারধর করে এবিভিপি-র তিন সদস্য। আহত পড়ুয়াকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ছাত্রের দাবি, তাঁদের হস্টেলের স্পেশাল ডিনারে অন্য হস্টেলের ওই ছাত্রদের ঢুকতে বাধা দেওয়ায় তাঁকে টার্গেট করে ওই তিন ছাত্র। অভিযুক্ত কার্তিক কৃষ্ণ নর্মদা হস্টেলে রাঘিবের ঘরে যাওয়ার কথা স্বীকার করলেও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ৫ জানুয়ারি, সবরমতী হস্টেলে ছাত্রীদের ওপর হামলাকাণ্ডে এবিভিপি-র বিরুদ্ধে অভিযোগ ওঠে।