Subhendu Adhikari Controversy: 'ভাইপোকে মসনদে বসাচ্ছেন মমতা, শুভেন্দুর আর এক মিনিটও তৃণমূলে থাকা উচিত নয়: Arjun Singh
Continues below advertisement
অপমান সহ্য না করে Suvendu Adhikari-র BJP-তে যোগ দেওয়া উচিত, বললেন Arjun Singh। তিনি বলেন, যদিও এটা তাঁর ব্যক্তিগত মতামত। তিনি বলেন, 'Suvendu Adhikari-র মতো অনেক নেতা রয়েছেন, যাঁরা অনেক কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banjerjee) নেত্রী করেছেন। এবার সেই সিঁড়িগুলোকে ভেঙে উনি ভাইপোকে মসনদে বসাচ্ছেন। কোনও জননেতা এই ঘটনাকে মেনে নিতে পারবেন না। শুভেন্দু অধিকারীর মতো জননেতার আর এক মিনিটও তৃণমূলে থাকা উচিত নয়।'
Continues below advertisement