Subramanian Swamy’s Tweet: মোদি মন্ত্রিসভার সদস্যদের ফোন ট্যাপিং? সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইট ঘিরে তুঙ্গে জল্পনা

Continues below advertisement

নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের ফোন ট্যাপিং? সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইট ঘিরে জল্পনা তুঙ্গে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ট্যুইটে লেখেন, “আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট, লন্ডন গার্ডিয়ানে রিপোর্ট প্রকাশের গুজব। আরএসএস (RSS) নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও ফোন ট্যাপিং। ফোন ট্যাপ করতে কাজে লাগানো হয় ইজরায়েলের একটি সংস্থাকে। কয়েকজন সাংবাদিকেরও ফোন ট্যাপ করা হয়।“ সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইটের প্রতিক্রিয়া দিয়ে একটি লাইন যোগ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। তিনি লিখেছেন, “বেশ কয়েকজন বিরোধী নেতারও ফোন ট্যাপ করা হয়েছে।“ একইসঙ্গে ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম (Karti Chidambaram)। তিনি লিখেছেন, “আমি জানতে পারলাম ইজরায়েলের সংস্থা পেগাসাসের খবর বিস্ফোরক হতে চলেছে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram