সুনীল-শিশিরের MP পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে ফোন সুদীপের

শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবি প্রসঙ্গে এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) ফোন করলেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। এদিন সুদীপ জানান, শিশির অধিকারী (Sisir Adhikari) ও সুনীল মণ্ডলের (Sunil Mondal) সাংসদ পদ খারিজ নিয়ে কথা হয়েছে। তিনি বললেন, ‘সুনীল মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থার আবেদন জানুয়ারিতেই করেছি। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতেও আবেদন করেছি। এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।‘ ‘অবিলম্বে দুজনের সাংসদ পদ খারিজে পদক্ষেপ করুন’, ওম বিড়লাকে ফোনে আর্জি করেন বলে জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, স্পিকার সুদীপকে আশ্বাস দেন, ফাইল দেখে পর্যালোচনা হবে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola