Sukanta Majumdar: '৪ রাজ্যের ভোটে ভাল ফল করবে বিজেপি', সাংবাদিক বৈঠকে মত সুকান্তর । Bangla News

Continues below advertisement

পুরভোটে বিদায়ী তৃণমূল কাউন্সিলের মেয়ের ভোটও পড়ে গেছে। বাংলায় অর্থনৈতিক উন্নতি অবরুদ্ধ হয়ে গিয়েছে। ৪ রাজ্যের ভোটে ভাল ফল করবে বিজেপি। পুরভোটে কী হয়েছে, সবাই দেখেছে। জনসংযোগ নয়, তোলাসংযোগে নামবে তৃণমূল। হঠাৎ করে বিমান নেমে আসা চিন্তাজনক হলেও, প্রমাণ নেই। আবহাওয়ার খারাপ হওয়ার কারণকে উল্লেখ করা হয়েছে। অন্য কাউকে দোষারোপ করলে, মানসিক সমস্যা আছে বলতে হবে। তৃণমূল যেভাবে জনগণকে উৎখাত করেছে, জনগণই বাধা দিচ্ছে। দেউচায় যারা রাজি হননি, তাদের রাজি করাতে হবে। বাম-রামের বিষয় নেই, দেউচা পাঁচামিতে জনগণ বাধা দিচ্ছে। গোয়ায় শুধু ২টি আসনে লড়াই দিতে পারে তৃণমূল। সাংবাদিক বৈঠকে মন্তব্য সুকান্তর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram