Tumpa Viral Song: সোশ্যালে 'টুম্পা সোনা' শেয়ার সূর্যকান্তর, সিপিএম টুম্পাবাদী হয়ে গিয়েছে, কটাক্ষ কুণালের

Continues below advertisement

২৮ ফেব্রুয়ারি বামেদের নেতৃত্বে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ধর্মনিরপেক্ষে জোট। আর সেই সভার প্রচারের অংশ হিসাবে জনপ্রিয় গান 'টুম্পা'-কে (Tumpa) ব্যবহার করল বামেরা। সোশ্যাল মিডিয়ায় সেই গান শেয়ার করেছেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। প্রচারের অঙ্গ হিসাবে প্যারোডি চিরকাল বাংলার সংস্কৃতিতে যায়গা করেছে বলে দাবি বামেদের (CPM)। অন্যদিকে এই প্রসঙ্গে বামেদের কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সিপিএম এখন টুম্পাবাদী কমিউনিস্ট পার্টিতে পরিণত হয়েছে।'

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram