Suvendu Adhikari: সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দুর, কটাক্ষ বিরোধীদের | ABP Ananda LIVE
গত বুধবার সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সংখ্যা লঘু মোর্চা সম্পর্কে কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল তোলেন শুভেন্দু অধিকারী। যার আঁচ এবার পড়েছে দিল্লিতে।
সুকান্ত-শমীকের পর এবার বিরোধিতায় সংখ্যালঘু মোর্চার সভাপতির। 'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা', রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতির। 'শুভেন্দু যা বলেছেন, তা হয়ত তাঁর ব্যক্তিগত মন্তব্য। বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না', মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকির। এই বিষয়ে এবার কটাক্ষ ছুঁড়েছে বাম ও তৃণমূলও।