West Bengal Election: 'বুকের পাটা নেই বলে ভাইপোর নাম নিতে পারলেন না,' শুভেন্দুকে আক্রমণ কল্যাণের

Continues below advertisement
শনিবার মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভা থেকে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন একঝাঁক বিধায়ক-সাংসদ। এর পরেই সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bajerjee)। তিনি বলেন, "ওই সভায় মেদিনীপুরের স্থানীয় মানুষরা উপস্থিত ছিলেন না। শুভেন্দু অধিকারীর অনুগামীরা সারা বাংলা লোক নিয়ে গিয়েও সভার মাঠ ভরাতে পারেন নি।" শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, "আপনি কোন আদর্শে দল ছাড়লেন? আপনার বুকের পাটা নেই বলে দল ছাড়লেন। আপনি কাপুরুষ বলে ভাইপোর নাম নিতে পারলেন না।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram