Suvendu Adhikari Resigns: মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু, মুখ্যমন্ত্রীর বাড়িতে তৃণমূলের শীর্ষ নেতা-মন্ত্রীরা
Senior TMC leader Suvendu Adhikari has resigned from his post as a minister in Mamata Banerjee cabine: পরিবহণ, সেচ এবং জলসম্পদ তিনটি দফতর থেকেই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন পদত্যাগের কথা। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। শুভেন্দুর পদত্যাগের পরই কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষনেতারা।
কিন্তু, কেন পদত্যাগ? তার কোনও কারণ পদত্যাগপত্রে জানাননি শুভেন্দু। এবার কি শুভেন্দু অধিকারীর দলত্যাগ শুধুই সময়ের অপেক্ষা? তৃণমূল ছেড়ে শুভেন্দু কি এবার বিজেপির পথে? এই প্রশ্ন আরও জোরাল।
বৃহস্পতিবারই HRBC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। শুক্রবার সকালে ছেড়ে দেন সরকারি নিরাপত্তা। তারপরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মন্ত্রিত্ব ছাড়ার কথা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।
চিঠিতে শুভেন্দু লিখেছেন, আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। অতি দ্রুত এই আবেদন গ্রহণ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হোক। আমি ই-মেলে রাজ্যপালকেও পদত্যাগের কথা জানিয়েছি। মানুষের সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।