Suvendu Adhikari's Ex- bodyguard's death Investigation: শুভেন্দুর প্রাক্তন রক্ষীর মৃত্যু-তদন্ত, কাঁথিতে CID-র ৩ সদস্যের টিম

Continues below advertisement

শুভেন্দুর (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর তদন্তে সিআইডি দল পৌঁছল কাঁথিতে (Contai)। কাঁথি থানায় সিআইডি-র (CID) ৩ সদস্যের টিম। আইসি-র সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক গোয়েন্দাদের। মামলা রুজুর পর তদন্তের নথিপত্র নিতে পৌঁছল গোয়েন্দাদের টিম। 

অন্যদিকে, বালির ক্যারাটে খেলোয়ারের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, ব্ল্যাক মেল-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ৫ জুলাই বালির বাড়ি থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রী ১৪ বছরের পামেলা অধিকারীর ঝুলন্ত দেহ। মৃতের পরিবার অভিযোগ করে, সানি খান এক বিবাহিত যুবকের সঙ্গে পামেলার সম্পর্ক ছিল। ওই যুবক পামেলার আপত্তিকর ছবি ভাইরাল করে দেবে বলে ব্ল্যাক মেল করছিল। তার জেরেই আত্মঘাতী হয় ওই ছাত্রী। গতকাল পূর্ব বর্ধমানের গলসি থেকে অভিযুক্ত সানি খানকে গ্রেফতার করে বালি থানার পুলিশ। 

সাতদিন ধরে নিখোঁজ ছিলেন চাঁচলের গৃহবধূ (Chanchal)। গতকাল বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। শেষ পর্যন্ত পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের কথা কবুল। স্ত্রীকে খুনের কথা কবুল করেন স্বামী (Husband Murders Wife)। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে খুন (Murder) করে বাড়িতেই পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। ডেপুটি ম্যাজিস্ট্রেটের (Deputy Magistrate) উপস্থিতিতে মাটি খুঁড়ে উদ্ধার মৃতদেহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram