Tathagata Attacks Mahua: 'সুদীপ্ত সেনকে ছবি বিক্রি নিয়েও অভিযোগ করুন', রাজ্যপালের পাশে দাঁড়িয়ে মহুয়াকে নিশানা তথাগতর
মঙ্গলবার ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে পঞ্জাবে বাস্তু জমি কেনার অভিযোগ তুলছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ১৯৯৭ সালের ঘটনা উল্লেখ করে ট্যুইট করেছিলেন মহুয়া মৈত্র। রাজ্যপালের বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগ, নাম না করে মহুয়া মৈত্রকে ট্যুইটে পাল্টা জবাব তথাগত রায়ের। ট্যুইটে বিজেপি নেতা লেখেন, "সারদা কর্তা সুদীপ্ত সেনকে ছবি বিক্রি নিয়েও অভিযোগ করুন।" গতকাল পাল্টা ট্যুইটে জবাব দেন বিজেপি নেতা তথাগত রায়। এদিকে সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় দাবি করেন "অবিলম্বে এই রাজ্যপালকে বরখাস্ত করা উচিত। রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব।"
এদিকে জৈন হাওয়ালাকাণ্ড নিয়েও এদি রাজ্যপালকে ফের নিশানা করেন সুখেন্দু শেখর। প্রশ্ন করেন, ‘জৈন হাওয়ালা নিয়ে ৪৮ ঘণ্টা পরেও কেন চুপ রাজ্যপাল?’ তিনি বলেন, ‘তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিন মারা গেলেন জৈন হাওয়ালা কাণ্ডের মাথা। এই ঘটনা কাকতালীয় কিনা দেখা দরকার।’ সুখেন্দুশেখর দাবি করেন, ‘জৈন হাওয়ালার ডায়েরিতে রয়েছে এক জগদীপ ধনকড়ের নাম। তিন চারটি ইনস্টলমেন্টে টাকা নিয়েছিলেন ডায়েরিতে নাম থাকা জগদীপ ধনকড়।’ তাঁর প্রশ্ন, ‘এই জগদীপ ধনকড় কে?’