BJP on NHRC Report: জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সারা দেশের কাছে লজ্জা, বলল বিজেপি
Continues below advertisement
বিজেপি (BJP) ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে (National Human Rights Commission of India) স্বাগত জানাল। সাংবাদিক বৈঠকে বিজেপি বলেছে, ‘এই রিপোর্ট প্রমাণ করেছে রাজ্যে আইনের শাসন নেই। ‘বাম আমলেও প্রশাসন ও দলের মধ্যে সুক্ষ্ম রেখা অবশিষ্ট ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই রেখা মুছে গেছে। এই রিপোর্টকে স্বাগত জানালেও এই রিপোর্ট সম্পূর্ণ নয়।‘ধারাবাহিক ভাবে বিজেপির উপর আক্রমণ চলছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সারা দেশের কাছে লজ্জা। এই রিপোর্টে যা এসেছে তা হিমশৈলের চূড়ামাত্র।’
Continues below advertisement
Tags :
ABP Ananda Nhrc ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE BJP Post Poll Violence National Human Rights Commission Report West Bengal NHRC Report