Left Party worker's Death: ভোটব্যাঙ্কের জন্য CPM ওদের মার খাওয়াতে পাঠিয়েছিল, বামকর্মীর মৃত্যু নিয়ে সুব্রত
হাসপাতালে আহত বাম যুবকর্মীর মৃত্যু। নবান্ন অভিযানে আহত হয়ে ভর্তি ছিলেন বলে দাবি। দেহে লাঠির আঘাতের চিহ্ন ছিল, অভিযোগ ফুয়াদ হালিমের (Fuad Halim)। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, 'ছাত্র আন্দোলনে কেউ মারা গিয়েছেন এটা খুবই দুঃখের। যদিও সেদিন মার খাওয়াতেই ওদের পাঠিয়েছিল সিপিএম (CPM)। একটা বড় ভোট ওদের হাত থেকে চলে গিয়েছে। সেই ভোটকে ফিরিয়ে আনতেই এই কাজ করেছে সিপিএম। এই মৃত্যুর তদন্ত হওয়া প্রয়োজন।'