TMC 21 July: কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, সল্টলেকের সেন্ট্রাল পার্কে কর্মীদের জন্য সুব্যবস্থা | ABP Ananda LIVE
কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, জোরকদমে চলছে প্রস্তুতি। জেলা থেকে কলকাতামুখী তৃণমূল নেতা-কর্মীরা। প্রতিবারের মতোই গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
সল্টলেকের সেন্ট্রাল পার্কে মূলত উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকবারের মতো অফিস ঘর, অনুসন্ধান অফিস রয়েছে। মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ। যোগ দিতে রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এলেন ৫ তৃণমূল কর্মী।
শনিবার প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় পৌঁছন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, মদন মিত্র, দেবাশিস কুমাররাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে। প্রতিবারের মতো এবারেও সেখানে আয়োজন সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত খোঁজ নেন মমতা। প্রস্তুতিপর্ব দেখে দলের কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানান মমতা।