TMC Election: 'তালিকায় থাকা বিশিষ্টজনরা পর্যবেক্ষণ করবেন TMC-র সাংগঠনিক নির্বাচন', জানালেন পার্থ| Bangla News
আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তৃণমূল (TMC) সূত্রে খবর, বিজেপি (BJP) বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। যদিও বিমান বসু (Biman Basu) ও প্রদীপ ভট্টাচার্যকে (Pradip Bhattacharya) আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা আসছেন না। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই হচ্ছে। যে সমস্ত বিশিষ্ট ব্যাক্তিদের আমন্ত্রণ করা হয়েছিল, তারা সকলেই ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে পৌঁছে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এ বিষয় বলেন, সংবিধান মেনেই এই নির্বাচন হচ্ছে। আমি ইতিমধ্যেই ভোটার তালিকা এবং পর্যবেক্ষকদের তালিকা ২৫ তারিখে প্রকাশ করেছি। তাঁদের কার্ডও দেওয়া হয়েছে। তাঁরা সেই মতন অংশ নেবেন। তাঁদের বাইরে কোনও পর্যবেক্ষণ করা যাবে না।