Arpita Ghosh: 'আমি খুব খুশি', নিজের ছেড়ে যাওয়া আসনে লুইজিনহো ফালেইরোর মনোনয়ন প্রসঙ্গে অর্পিতা | Bangla News

Continues below advertisement

তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফালেইরো। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ২৯ নভেম্বর ভোট। মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। ‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ’, এবিষয়ে আমরা আত্মবিশ্বাসী, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন ফালেইরো। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ (Arpita Ghosh) বলেন, "আমার এটা ভেবে ভালো লাগছে যে ভারতের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসকে (TMC) ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার দিকে আমরা আরও এক পা অগ্রসর হলাম। আমার ছেড়ে যাওয়া আসনে লুইজিনহো ফালেইরোর মনোনয়ন গুরুত্বপূর্ণ। এটি আগামীদিনে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি খুব খুশি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram