West Bengal Elections 2021: 'তৃণমূলে যাতে ভাল লোকে থাকতে না পারে, সেজন্য একটা চক্র সক্রিয়', ফের বেসুরো উত্তরপাড়ার বিধায়ক
Continues below advertisement
ফের বেসুরো উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। মঙ্গলবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রবীর ঘোষাল। তাঁকে নির্বাচনে হারানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, 'স্থানীয় কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধনে আমায় ডাকা হয়নি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। বিধায়ক হওয়া সত্ত্বেও আমাকে ডাকা হয়নি, কার্ডেও নাম ছিল না। সেই অভিমানে ক্ষোভে মুখ্যমন্ত্রীর সভায় যাইনি। দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও মানা হচ্ছে না। তৃণমূলে যেন ভাল মানুষরা থাকতে না পারে সেই জন্য বিভিন্ন জায়গায় একটা চক্র কাজ করছে।'
Continues below advertisement
Tags :
Prabir Ghosal Bengal Election ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021